খুলনার কয়রা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত পিজি সদস্যদের মাঝে ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার ১২ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়নে ৪০ জন খামারির মাঝে ৬টি ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দীন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হাসান ফেরদৌস কমল,কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আব্দুর রউফসহ প্রাণীসম্পদ দপ্তরের এল এফ এ,ডি এফ এ,এফ এ,এল এস সি বৃন্দরা।