দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজে দুইদিন ব্যাপী ৫৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় কলেজ প্রাঙ্গণে ৫৪ তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াত ইসলামির আমির মাওলানা রেজাউল করিম, জামায়াত ইসলামির উপজেলা আমির মল্লিক আঃ হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জামায়াত ইসলামির উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াত ইসলামির যুব বিভাগের সভাপতি শেখ আসাদুজ্জামান (আসাদ), কলেজের সাবেক ভিপি আবুল কালাম আজাদ, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাব্বির রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সংগঠক সাব্বির রহমান, রামপাল উপজেলা প্রতিনিধি মোঃ তায়েব নূর, আরাফাত হোসেন সবুজ, তালিম, ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, শেখ মাছুম বিল্লাহ, বরকত উল্লাহ প্রমুখ।
এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার আগামীকাল ২৫ ফেব্রুয়ারি করা হবে।