দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে

প্রচন্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে লোকজন বাইরে বের হতে পারছে না। তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার মধ্য রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। ৯টার পর কুয়াশা কেটে গিয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর সূর্য উঁকি দিলেও তেমন তাপ নেই। হিমেল বাতাস বইছে। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম। অফিসগামি মানুষ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৭ জানুযারি ২০২৫) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার।

গতকাল রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আরো জানান, চলমান শৈত্য প্রবাহটি অব্যাহত রয়েছে এবং এটি দিনাজপুর, পঞ্চগড়, নওগাঁ, রাজশাহীসহ আরো কিছু স্থানে বিস্তার লাভ করেছে।

আবারও শুরু হয়েছে কালুরঘাট সেতুর টোল আদায়, মোটরসাইকেল চালকদের ক্ষোভ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

প্রকাশ: ১২:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

প্রচন্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে লোকজন বাইরে বের হতে পারছে না। তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার মধ্য রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। ৯টার পর কুয়াশা কেটে গিয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর সূর্য উঁকি দিলেও তেমন তাপ নেই। হিমেল বাতাস বইছে। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম। অফিসগামি মানুষ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৭ জানুযারি ২০২৫) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার।

গতকাল রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আরো জানান, চলমান শৈত্য প্রবাহটি অব্যাহত রয়েছে এবং এটি দিনাজপুর, পঞ্চগড়, নওগাঁ, রাজশাহীসহ আরো কিছু স্থানে বিস্তার লাভ করেছে।