আইন বিচার ও সংসদ বিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচারের বিন্দুমাত্রও অবহেলা নেই সরকারের।
শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে একটি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেই আইন উপদেষ্টা এসব কথা বলছেন।
অন্তবর্তিকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে গণহত্যার বিচারে বিন্দুমাত্র অবহেলা নেই।
তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে গণহত্যার বিচার হচ্ছে। বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এটর্নি জেনাটেল মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের আইন বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।