খুলনার কয়রায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশির উপর হামলার অভিযোগে শিরিনা খাতুন (২৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাটাখালি এলাকা থেকে তাকে আটক করে।
এর আগে গত ২১ অক্টোবর সোমবার রাতে কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার আমাদী ইউনিয়নের কাটাখালি গ্রাম থেকে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি হারুন গাজীকে গ্রেফতার করলে আসামি ও তার লোকজন পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত হারুনকে ছাড়িয়ে নেয়। এতে কয়রা থানা পুলিশের ৩ কর্মকর্তা ২ পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়।
এ ব্যাপারে কয়রা থানার উপরিদর্শক সুজিত ঘোষ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে গতকাল ২২ অক্টোবর কয়রা থানায় মামলা দায়ের করে। কয়রা থানার মামলা নং ১৫।
কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।