Site icon দৈনিক টার্গেট

ছেলেদের রূপচর্চা গরমে

রূপচর্চা শুধুই মেয়েদের জন্যই। এই ধারণাটা কখনই ঠিক নয়। যেহেতু ছেলেরা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেশি সময় থাকে তাই তাদের বেশি প্রয়োজন সঠিক পরিচর্যার। রোদে পোড়া কালো দাগ আর জীবাণু থেকে সুরক্ষিত থাকতে গরমের সময় এ পরিচর্যা আরও নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন রূপ বিশেষজ্ঞরা।

সারাদিনের কাজ, ধুলোবালি, রাস্তার কালো ধোয়া, রোদের তাপ- সবশেষে বাসায় ফিরে আয়নায় নিজের চেহারা দেখে অবাকই হতে হয়। কেননা মুখে কালো কালো ছোপ আর ধুলোবালিতে চেহারার উজ্জ্বলতা কোথায় যেনো হারিয়ে যায়। শুধু মেয়ে নয়, ছেলেদের ক্ষেত্রেও এটি ত্বকের কমন সমস্যা।

এ সমস্যার সমাধানে শুধু পানি বা সাবান দিয়ে মুখ ধুলেই কি সব ময়লা পরিষ্কার হয়ে যায়? অনেকের ধারণা কিছুটা এমনই। তবে এ ধারণাকে ভুল বলছেন ত্বক বিশেষজ্ঞরাও।

সঠিক পরিচর্যা নিয়মিত করলে চেহারার উজ্জ্বলতা আবার ফিরে পাওয়া সম্ভব। তাই আজকের আয়োজনে আসুন জেনে নিন ছেলেদের সহজ কিছু ত্বকের পরিচর্যা সম্পর্কে।

Exit mobile version