Site icon দৈনিক টার্গেট

বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বিজ্ঞান অলিম্পিয়াড ফাইনাল রাউন্ড সম্পন্ন

বোয়ালখালীতে বিজ্ঞান অলিম্পিয়াড ও ক্যারিয়ার মিট-আপ প্রোগ্রামের ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অর্জন করেছে স্যার আশুতোষ সরকারি কলেজ এবং স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়।

গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ক+ কনসালটেন্সি এবং মেগা সলিউশন এবং মোটরসাইকেল গ্যালারি ইয়ামাহার সৌজন্যে এ প্রোগ্রামের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

এতে বোয়ালখালীর বিভিন্ন স্কুল এবং কলেজের ২৫টি টিম অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ পারভেজ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মোহাম্মদ জসিম, হক হামিদ, হুমায়ুন কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাহেদ, কার্যকরী পরিষদের সদস্য মোঃ জাবেদ, জাহিদ সিদ্দিকী, মোহিত হোসেন, রাজু মজুমদার, মোহাম্মদ ইয়াসিন, আনিসুল হক, সাজ্জাদ হোসেন, জামশেদ, করিমুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া ও বাবর মুনাফ।

Exit mobile version