Site icon দৈনিক টার্গেট

লালমনিরহাটে ধর্ষণের বিরুদ্ধে রেনেসা ফাউন্ডেশনের মানববন্ধন একমাত্র দাবি ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

কয়েকদিন যাবত বাংলাদেশ জুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে রেনেসা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

ধর্ষণ বিরোধী প্রতিবাদ এবং মানববন্ধন প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ধর্ষণের মামলায় দোষীদের দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।

রেনেসা ফাউন্ডেশন, একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন হিসেবে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে উজ্জ্বল জাতি গঠনের লক্ষ্যে কাজ করছে। তাদের প্রত্যয় অসহায়ের সহায়, দুঃস্থের সাহস আর বঞ্চিতের বন্ধু হয়ে সমাজের পাশে দাঁড়ানো। সংস্থাটির পক্ষে বক্তারা, ধর্ষণ কেবল নারীর বিরুদ্ধেই নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। এটির মূলোৎপাটনে কঠোর শাস্তি ও সামাজিক সচেতনতা জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আবেদন জানান। পাশাপাশি, ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসন ও মানসিক সহায়তা প্রদানেও রেনেসার কর্মতৎপরতা তুলে ধরা হয়। সংগঠনটির মুখপাত্র বলেন, আমরা শুধু প্রতিবাদই নয়, প্রতিরোধ গড়তে চাই। মানবিকতার জয় হোক এটাই আমাদের লক্ষ্য।

রেনেসা ফাউন্ডেশনের এই আন্দোলন সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ন্যায়ের পক্ষে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার এই উদ্যোগ নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের লড়াইয়ে নতুন গতি যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Exit mobile version