সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন সৌরভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে

সৌরভ গাঙ্গুলী

বর্ধমানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সৌরভ গাঙ্গুলী। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়েছিল তার গাড়ি। তবে ভারতের সাবেক এ অধিনায়ক কোনো আঘাত পাননি।

বৃষ্টির মধ্যে হঠাৎ একটি ট্রাক সৌরভের গাড়িবহরের সামনে এসে পড়ে। সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক করলেও পেছনে থাকা গাড়িগুলোর চালকরা ব্যাপারটা বুঝতে পারেননি। একে একে ধাক্কা খেতে থাকে গাড়িগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পেছনে থাকা গাড়ি সৌরভের রেঞ্জ রোভারকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে বহরের অন্য ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়ির কেউ আহত হননি।

পরিস্থিতি সামলে নিতে সড়কে খানিকটা সময় নেন বিসিসিআইয়ের সাবেক এ সভাপতি। পরে রওয়ানা হন বর্ধমানের উদ্দেশে। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ৫২ বছরের ভারতের সাবেক এ উদ্বোধনী ব্যাটার।

সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন সৌরভ

প্রকাশ: ১০:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বর্ধমানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সৌরভ গাঙ্গুলী। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়েছিল তার গাড়ি। তবে ভারতের সাবেক এ অধিনায়ক কোনো আঘাত পাননি।

বৃষ্টির মধ্যে হঠাৎ একটি ট্রাক সৌরভের গাড়িবহরের সামনে এসে পড়ে। সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক করলেও পেছনে থাকা গাড়িগুলোর চালকরা ব্যাপারটা বুঝতে পারেননি। একে একে ধাক্কা খেতে থাকে গাড়িগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পেছনে থাকা গাড়ি সৌরভের রেঞ্জ রোভারকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে বহরের অন্য ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়ির কেউ আহত হননি।

পরিস্থিতি সামলে নিতে সড়কে খানিকটা সময় নেন বিসিসিআইয়ের সাবেক এ সভাপতি। পরে রওয়ানা হন বর্ধমানের উদ্দেশে। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ৫২ বছরের ভারতের সাবেক এ উদ্বোধনী ব্যাটার।