Site icon দৈনিক টার্গেট

কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম আহবায়ক এম এ হাসানের বিরুদ্ধে  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কয়রা  উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য  তিনি বলেন, সম্প্রতি দুটি আঞ্চলিক পত্রিকায় আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়  প্রতিপন্ন করতে ও দলীয়ভাবে  ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য এমন উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে।

ঐ সংবাদে উল্লেখ করা হয়েছে বিএনপি নেতা এম এ  হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, আওয়ামীলীগ আমলে সুবিধাভোগ করার  অভিযোগ রয়েছে । সংবাদটি  আদৌও সত্য নয়। এধরণের কোন  কাজের সাথে আমি কোন দিন জড়িত ছিলাম না। এখনও নেই। ঐ সংবাদে যে সকল ব্যাক্তিদের বক্তব্য প্রদান করা হয়েছে তারা প্রতিবেদককে ঐ ধরনের কোন বক্তব্য প্রদান করেনি।  সম্পুর্ন প্রতিবেদক তার মনগড়া বক্তব্য প্রদান করেছে।  সংবাদ সম্মেলন বক্তব্য প্রদানকারী ব্যক্তিরা উপস্থিত হয়ে তারা প্রকাশিত সংবাদে বক্তব্যর প্রতিবাদ জানায়। তিনি আরও বলেন-  আমি ছাত্রজীবন থেকে শুরু করে ২৫ বছরের অধিকসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আত্মীয়-স্বজনের রাজনীতির সুবিধাভোগি বলা হয়েছে। অথচ বিগত ১৬ বছরে স্বৈরাচার সরকারের আমলে ৫ টি মামলার আসামী হয়েছি, ২ বার জেল খেটেছি। ২০১৩ সালে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালিন সময়ে আওয়ামীলীগ হামলা করে বিএনপি অফিস ভাংচুর করে এবং আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। খুলনা জেলখানা থেকে আমার দুপায়ে ডান্ডাবেড়ী দিয়ে রিমান্ডের উদ্দেশ্যে আমাকে কয়রা খানায় আনা হয়। এ ছাড়া গভীর রাতে অসংখ্যবার আমার বাড়িতে পুলিশ হানা দিয়ে তছনছ করেছে। আমার রাজনৈতিক  প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রদান করে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করেছে।

আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো  তদন্ত করলে মিথ্যা প্রমানিত হবে। সম্প্রতি কয়রা উপজেলা কমিটি গঠন করার ঘোষণা দেওয়ায় পর আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে। সংবাদ  সম্মেলনের মাধ্যমে আমি উক্ত মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version