Site icon দৈনিক টার্গেট

রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের শামসুল ইসলামের মেয়ে মনোয়ারা আক্তার ও তাজনিমার খোলা ১৩ নম্বর ক্যাম্পের নুর ইসলামের ছেলে হাকিম।

উখিয়া থানার ওসি মোঃ আরিফ হোসাইন বলেন, রাতে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে মনোয়ারা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। আর দুই গ্রুপের সংঘর্ষে হাতুড়ির আঘাতে হাকিম মারা গেছেন বলে জানা গেছে।

দুটি ঘটনা নিয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version