Site icon দৈনিক টার্গেট

সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

মাতসুশিমা সুমাইয়া

সাফজয়ী নারী ফুটবলার মাতসুসিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার এক সামাজিক মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন ধরেই ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা জানান সুমাইয়া।

যা নিয়ে বেশ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন এই ফুটবলার। কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন ১৮ জন নারী ফুটবলার।

এ নিয়ে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে ইংরেজিতে চিঠি লেখার পর থেকেই এমন আক্রমণের শিকার হচ্ছেন মাতসুসিমা সুমাইয়া।

এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়াকে লক্ষ্য করেই হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায়।

বাফুফে দায়ীদের বিরুদ্ধেই প্রয়োজনীয়তার ব্যবস্থা নেবেন এবং কর্তৃপক্ষকে অবিলম্বেই যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানাচ্ছেন। কোনো খেলোয়াড়কে তাদের দেশের প্রতিনিধিত্বশীল করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবেনা।

বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version