কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কারখানা পরিচালনায় জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৩৭ বার পঠিত হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কারখানা পরিচালনা এবং পণ্য উৎপাদনের অপরাধে এক পলিথিন তৈরির কারখানাকে ১০ হাজার টাকা অর্থদন্ড  দিয়েছেন কর্ণফুলী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়স্থ ড্রেস এক্সেসরিজ নামের কারখানায় কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্র্যাট রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিবাহী ম্যাজিস্ট্র্যাট বলেন, এটি মূল্যত পোশাক তৈরী কারখানার জন্য তৈরি করা পলিথিনের কারখানা। উক্ত কারখানায় পরিবেশের লাইসেন্স নবায়ন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করি। তবে জব্দ করার মত মালামাল পাইনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্টি জান্নাতুল ফেরদৌস সহ কর্ণফুলী থানা পুলিশের মোবাইল টিম।অভিযানের বিষয়ে সহকারী কমিশনার ভূমি বলেন,এধরণের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

আবারও শুরু হয়েছে কালুরঘাট সেতুর টোল আদায়, মোটরসাইকেল চালকদের ক্ষোভ

কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কারখানা পরিচালনায় জরিমানা

প্রকাশ: ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কারখানা পরিচালনা এবং পণ্য উৎপাদনের অপরাধে এক পলিথিন তৈরির কারখানাকে ১০ হাজার টাকা অর্থদন্ড  দিয়েছেন কর্ণফুলী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়স্থ ড্রেস এক্সেসরিজ নামের কারখানায় কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্র্যাট রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিবাহী ম্যাজিস্ট্র্যাট বলেন, এটি মূল্যত পোশাক তৈরী কারখানার জন্য তৈরি করা পলিথিনের কারখানা। উক্ত কারখানায় পরিবেশের লাইসেন্স নবায়ন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করি। তবে জব্দ করার মত মালামাল পাইনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্টি জান্নাতুল ফেরদৌস সহ কর্ণফুলী থানা পুলিশের মোবাইল টিম।অভিযানের বিষয়ে সহকারী কমিশনার ভূমি বলেন,এধরণের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।