Site icon দৈনিক টার্গেট

হারানো বিজ্ঞপ্তি!

গত ২ ফেব্রুয়ারি ২০২৫ আনুমানিক ০৮০০-০৮৩০ ঘঃ রাজউক ভবনের পিছনে চায়ের দোকানে চা খাওয়ার পর দেখি আমার কাছে থাকা কাগজপত্রের ফাইলটি নেই।

আমির হোসেন তার লিখিত জিডিতে উল্লেখ করেন

ফাইলে রক্ষিত প্রয়োজনিয় অন্যন্য কাগজপত্রের সাথে থাকা জনতা ব্যাংক রাজউক ভবন কর্পোরেশন. বি.আর, ঢাকা, এ/সি চারমন রাজউক- কর্তৃক পে অর্ডারের টাকা জমা দেওয়ার ২য় কিস্তির ব্যাংক রিসিভ কপি নং- এবিডি ০২১২৯৮, টেস্ট নং- ৩২.৩১৫৮, এসএল নং-এফএবি/১০৩/০৬ তাং–২৬.০৭.২০০৬. ইউএসডি-৩১২৫/- প্রেরক: মি. আমির হোসেন, কোড নং- ১৫৮২, প্লট আইডি নং-১৮-৩০৩সি-০০৬ (পূর্বাচল)-এর মূল কাগজটি সহ হারিয়ে যায়।

মতিঝিল থানার জিডি নাম্বার ১৮৫, তারিখঃ ০৩/০২/২০২৫ ইং।

Exit mobile version