Site icon দৈনিক টার্গেট

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার রওশনপুর কাজী এন্ড কাজী টি এস্টেটে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে রুহিয়া থেকে রওশনপুরে পৌছানোর পর সকলকে সকালের নাস্তা পরিবেশন করা হয়। নাস্তা শেষে সকলে বাসযোগে তেতুলিয়া ডাকবাংলোয় ঘুরতে যায়। তেতুলিয়া ডাকবাংলো থেকে ভারত সীমান্তের কাটাতারের বেড়া ও সীমান্ত নদী এবং নদী থেকে পাথর তোলার দৃশ্য অবলোকন শেষে বাসটি সকলকে নিয়ে রওশনপুর কাজী এন্ড কাজী টি এস্টেটে ফিরে আসেন।

দুপুরে প্রথমে মহিলাদের বলটি ধরো, ছোট ছোট ছেলে মেয়েদের হাতি উড়ে পাখি উড়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর শেষে র‍্যাফেল ড্র ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।

রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল হক, প্রেসক্লাবের সদস্য ও  গিন্নী দেবী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সদস্য আলহাজ্ব ডা. ইব্রাহিম জামান, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যকরী সদস্য মোঃ কুদরত আলী প্রমুখ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সদস্য রুবেল খান, সদস্য আল মনসুর, মোঃ দুলাল হক, মোঃ মাসুদ হাসান, হুসাইন মোঃ আরমান জীবন, আহসান হাবিব রুবেল ও  তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version