Site icon দৈনিক টার্গেট

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক প্রস্ততি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রির্সাচ কাউন্সিল এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, থানা অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

Exit mobile version