Site icon দৈনিক টার্গেট

আজ থেকে অমর একুশে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা

আজ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক প্রতিপাদ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবেই অমর একুশে বইমেলা মেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমির সাহিত্যবিশারদ আব্দুল করীম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং মেলা কমিটির সদস্য সচিব সরকার আমিন।

নতুন বিন্যাসে মেলা প্রাঙ্গণ

মেলার বিন্যাসে আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। মেট্রোরেল স্টেশনের কারণে বাহিরপথ মন্দিরের গেটের কাছে স্থানান্তর করা হয়েছে। ৪ টি প্রবেশ ও বাহিরপথ রাখা হয়েছে। শিশু চত্বর মন্দির গেটের ডানদিকে বড় পরিসরে স্থাপন করা হয়েছে।

খাবারের স্টল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে সুবিন্যস্ত করা হয়েছে। নামাজের স্থান, ওয়াশরুম সহ পরিষেবাগুলো আগের মতোনই থাকবেন।

সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকেল ৪ টায় মূলমঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবেন। বিশেষ আয়োজন থাকছে শিশুদের জন্য শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

নিরাপত্তা ব্যবস্থা

একুশে বইমেলায় নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবেন। মেলাজুড়ে ৩ শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেলায় পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে।

এবারের বইমেলা জ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন অমর একুশে বইমেলার আয়োজকরা।

Exit mobile version