পবিত্র কোরআনের বেশ কয়েকটি পাতা পুড়িয়ে ২০২৩ সালে মুসলিম বিশ্বকে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মোমিকাকে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
স্টকহোম পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহ ভাজনকে আটক করা হয়েছে।
২০২৩ সালে ইসলামের বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে ২ বার পবিত্র কোরআন পুড়িয়েছে মোমিকা। প্রথম দফা স্টকহোমের একটি মসজিদের বাইরে। দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে।
বাকস্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ কর্তৃক অনুমোদিত এই ধর্ম অবমাননাকর কাজটি মুসলিম বিশ্বে ক্ষোভ ও নিন্দার ঢেউ ছড়িয়ে দেয়।
গত আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মোমিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত আরেক ব্যক্তির বিরুদ্ধে ‘একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের’ অভিযোগ আনেন।