শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ১০.২ ডিগ্রি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৪৩ বার পঠিত হয়েছে

দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রচন্ড শীতে মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণিগুলোও কাহিল হয়ে পড়েছে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাল। জেলায় তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন থেকে জেলায় তাপমাত্রা উঠা নামা করেছে। গতকাল বুধবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১০ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতে লোকজন ঘর থেকে বের পারছে না। শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া ও দিনমজুর মানুষেরা কষ্টে রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৫) দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে বিক্ষিপ্ত ছাত্র-জনতার তোপে নিরাপত্তায় বঙ্গভবন

শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ১০.২ ডিগ্রি

প্রকাশ: ১১:১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রচন্ড শীতে মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণিগুলোও কাহিল হয়ে পড়েছে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাল। জেলায় তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন থেকে জেলায় তাপমাত্রা উঠা নামা করেছে। গতকাল বুধবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১০ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতে লোকজন ঘর থেকে বের পারছে না। শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া ও দিনমজুর মানুষেরা কষ্টে রয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৫) দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।