Site icon দৈনিক টার্গেট

পবিত্র শবে মেরাজ উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা সভা

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সোমবার রাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরবি রজব মাসের ২৬ তারিখ রাতকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত মেরাজের ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষ্যে সোমবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ দিনে আল্লাহর দিদার লাভ করেন। আল্লাহ শবে মেরাজে নামাজ পড়ার জন্য নির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনী। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপ- পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারন মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠোন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনী। মোনাজাতে দেশের কল্যাণ ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Exit mobile version