টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার শ্রমিক দলের ১১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ২৬ জানুয়ারি টেকনাফ উপজেলার শ্রমিক দলের সভাপতি হোসাইন মাহমুদ আনিমের কাছে হ্নীলা ইউনিয়নের দক্ষিণ শাখার বিএনপির সভাপতি ও দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য উপজেলা শ্রমিক দলের কাছে সুপারিশ করেন।তার প্রেক্ষিতে যাচাই বাছাই করে তোফাইল আহম্মদকে আহ্বায়ক করে ১১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
আরো জানা যায়, ১১ বিশিষ্ট কমিটিতে হ্নীলা দক্ষিণ শাখার শ্রমিক দলের আহ্বায়ক কমিটিতে পদ হয়, হ্নীলা ইউনিয়নের লেদার, তোফাইল আহমদ আহ্বায়ক। হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মোহাম্মদ জুবায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আলিখালির মোহাম্মদ রিদুয়ান যুগ্ম আহ্বায়ক। রঙ্গিখালির মহিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক। জাদিমুরার ছৈয়দ হোসাইন যুগ্ম আহ্বায়ক। রঙ্গিখালি গাজিপাড়ার মোহাম্মদ হোছন কালু যুগ্ম আহ্বায়ক।
আরো আহ্বায়ক কমিটিতে পদ হয়, সদস্য সচিব রঙ্গিখালির হোছন আহমদ,সদস্য রবিউল আলম, সদস্য জয়নাল আবেদীন ময়না,সদস্য লেদার কায়ছার খান, রঙ্গিখালির কামাল হোছাইন সদস্য এই ১১ বিশিষ্ট কমিটি যাচাই বাছাই করে অনুমোদন দেন উপজেলা শ্রমিক দলের কমিটি।