Site icon দৈনিক টার্গেট

কুয়ালালামপুর থেকে ৭১ বাংলাদেশিকে গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন যে, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন। তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেওয়া হয়।

Exit mobile version