Site icon দৈনিক টার্গেট

গাজায় যুদ্ধবিরতি শুরু, আগমুহূর্তে ইসরায়েলী আগ্রাসনে শহীদ ১০

TOPSHOT - A boy runs with a Palestinian flag atop a mound of rubble at a camp for people displaced by conflict in Bureij in the central Gaza Strip on January 17, 2025 following the announcement of a truce amid the ongoing war between Israel and Hamas. (Photo by Eyad BABA / AFP)

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগ মুহূর্তে বর্বর হামলা চালিয়ে ১০ জনকে শহীদ করেছে দখলদার ইসরায়েলী বাহিনী।

রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ঘোষণা দিয়েছে।

হামাস বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল, সেই সময় থেকে বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন। যার মধ্যে ছয়জন গাজা সিটিতে, তিনজন উত্তরাঞ্চলে এবং একজন রাফায়। এছাড়াও আহত হয়েছেন ২৫ জন।

Exit mobile version