Site icon দৈনিক টার্গেট

বাড্ডায় চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি গুলিবিদ্ধ

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ জুয়েল খন্দোকার (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বর এএনজেড ভবনের নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত জুয়েল খন্দোকার নিজেই জানান, সন্ধ্যার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিল। এসময় ৬ থেকে ৭টি মোটরসাইকেল যোগে ১৫ থেকে ১৬ জন এসে আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারি নাই।

তিনি আরও জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী দুবাই থেকে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন তিনি। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী মাহবুবের বাহিনী এসে আমাকে গুলি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, সন্ধ্যার দিকে বাড্ডা থেকে একজন গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছে। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Exit mobile version