Site icon দৈনিক টার্গেট

রামপাল কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপাল সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৩৬ জুলাই ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারি সোমবার দুপুরে রামপাল সরকারি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ব্যবস্থা বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, শরীর চর্চা বিভাগের শিক্ষক তাওহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলাইমান হোসেন আরাফাত, তায়েব নুর, মিম বিল্লাহ, রামপাল কলেজের শিক্ষার্থী জহির রায়হান রতন, প্রত্যাশা অধিকারী।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের খালিদ হাসান নোমান, তরিকুল ইসলাম, নাঈম আশিক, রিয়াদ, আজাদএবং উপজেলা পর্যায়ের সবুজ, মামুন, তালিম, জিহাদী, আশিক ফারাজি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে ছাত্র নেতৃবৃন্দরা বলেন, এদেশের হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে স্বৈরাচার ও ফ্যসিষ্ট শাসক হাসিনার পতন ঘটিয়েছে। সমাজের সর্বস্তরের বৈষম্য দূর করতে ছাত্রজনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ আগস্টের পর আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। দেশের সকল সেক্টরে খুনি হাসিনা বৈষম্য সৃষ্টি করেছিল। আমরা আর কোথাও বৈষম্যের শিকার হতে চাইনা। আমাদের দাবি সকল পর্যায়ে সংস্কারের পর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক-যে নির্বাচনে একজন ভোটার তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। রাষ্ট্র সংস্কারের আগে আমরা কোন নির্বাচন চাইনা।

এসময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version