রাজধানীর খিলক্ষেতে জমি-জমা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দুপুর আড়াইটার দিকে খিলক্ষেতের বরুয়া এলাকায় স্বদেশ প্রপার্টি ও আশিয়ান সিটির নিরাপত্তাকর্মীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, জমির সীমানা নির্ধারণ নিয়ে স্বদেশ প্রপার্টি ও আশিয়ান সিটির সিকিউটি গার্ডদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের আঘাতে একজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরা গিয়েছেন। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডেক্যাল কলেহ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।