বগুড়ায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার এজাহারসূত্রে জানা যায়, নওদাপাড়ায় একটি নির্মানাধীন প্রকল্পের চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাগর মিয়াসহ আরো জন। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। এ মামলায় আদালত তাদের কারাগারে প্রেরণ করে আদালত।
এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ মোশারফ হোসেন দৈনিক টার্গেটকে জানান, কারো ব্যক্তিগত অপরাধের দায়ভার দল নিবেনা। যারা এসব অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজির সাথে লিপ্ত তারা দলের কেউ না। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। যদি তারা দলের কেউ হয় তাহলে তথ্য প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।