Site icon দৈনিক টার্গেট

তামিম ঝড়ে বরিশালের জয়

এনসিএলে এই সিলেটে প্রত্যাবর্তনে জ্বলে ওঠে তামিম ইকবালের ব্যাট। বিপিএলের সিলেট পর্বের শুরুতে ফের জ্বলে উঠল তামিমের ব্যাট। ফরচুন বরিশালকে জেতানোর পথে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দেশসেরা এই ওপেনার। তার ব্যাটে ভর করে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।

আগে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয়ের ৩৫ বলে ৩৯ রানের মন্থর ব্যাটিংয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৮ রান। এ ছাড়া জিসান আলম ২৭ বলে ৩৮, ইয়াসির আলী রাব্বি ২৩ বলে করেন ৩৭ রান। বরিশালের হয়ে শাহীন শাহ আফ্রিদি ২০ রানে নেন দুই উইকেট।

১৬৯ রানের জবাবে খেলতে নেমে ১৫ বল আগে জয় নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। দলটির ওপেনার তামিম ইকবালই মূলত জয়ের পথ সহজ করে দেয়। ৪৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার পথে ১১ চারের পাশাপাশি তিন ছক্কা হাঁকান এই বাঁহাতি।

Exit mobile version