বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ২০৫ রানের পুঁজি পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রনি তালুকদার ও জাকির হাসানের অর্ধশতকে ভর দিয়ে এই পুঁজি পেয়েছে স্বাগতিকরা। ফিফটি না করলেও সিলেটের বিশাল পুঁজিতে কোনো অংশে অবদান কম নয় অ্যারন জোন্স ও জাকের আলি অনিকের।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন রনি। শেখ মাহেদী হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। এই ওপেনারের ৩২ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছয়ের মারে।
৩৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন জাকির। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন জোন্স ও জাকের। ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। জাকেরের ব্যাট থেকে আসে ২০ রান। মাত্র ৫ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। রংপুরের হয়ে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া মাহেদী ও আকিফ জাভেদের শিকার ১টি করে উইকেট।