Site icon দৈনিক টার্গেট

ঢালিউডে অভিষেক শিশির সরদার ‘মধ্যবিত্ত’

শিশির সরদার

ঢাকাই সিনেমার নবাগত নায়ক শিশির সরদার। তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছে।

বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার থেকে দেশজুড়ে প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার ও এলিনা শাম্মী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, সামু চৌধুরী, রেবেকা রউফ ও সাবেরী আলম।

Exit mobile version