Site icon দৈনিক টার্গেট

থিসারার সেঞ্চুরির পরও হার ঢাকার

১৭৩ রান তাড়া করতে নেমে ৪১ রানে নেই ৬ উইকেট। এই পরিস্থিতি থেকে শুরুতে টেনে তুললেন দলকে। এরপর চার-ছক্কার বৃষ্টি নামিয়ে এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও তৈরি করলেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। দলকে জেতাতে না পারলেও পেয়েছেন সেঞ্চুরি। ৯ চার ও ৭ ছক্কায় তার ব্যাটে আসে ১০৩ রান।

শুক্রবার বিপিএলে ঢাকা পর্বের শেষ ম্যাচে দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা। আগে ব্যাটিং করে ১৭৩ রান করে খুলনা। জবাবে ১৫৩ রানে থামে ঢাকার ইনিংস। ৬০ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন পেরেরা। এখন পর্যন্ত বিপিএলে ৩ ম্যাচ খেলে সবকটিতেই হারলো ঢাকা।

ঢাকা পর্বের ৮ ম্যাচ শেষে ৩ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। দ্বিতীয় স্থানে থাকা থাকা খুলনার জয় দুই ম্যাচের দুটিতেই। টেবিলের তলানির দুই দল ঢাকা ও সিলেট এখনও পায়নি জয়ের দেখা। ঢাকার তিন ম্যাচের বিপরীতে সিলেট স্ট্রাইকার্স খেলেছে মোটে এক ম্যাচ।

Exit mobile version