Site icon দৈনিক টার্গেট

উসমানের সেঞ্চুরির ম্যাচে চিটাগাংয়ের প্রথম জয়

ওসমান খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল চিটাগাং কিংস। আজ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুন অ্যান্ড কোং।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান জড়ো করে চিটাগং। জবাবে ১৭.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। তাদের হয়ে মোহাম্মদ হারিস ছাড়া আর কোনো ব্যাটার লড়াই করতে পারেননি। ১৫ বলে ৩২ রান করেন এই পাকিস্তানি ওপেনার।

১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আকবর আলি। এছাড়া ১৬ রান আসে ইয়াসির আলির ব্যাট থেকে। চিটাগাংয়ের হয়ে আলিস ইসলাম ও আরাফাত সানি ৩টি করে উইকেট নেন।

এর আগে ১৩ চার ও ৬ ছয়ের সাহায্যে চিটাগংয়ের হয়ে ৬২ বলে ১২৩ রানের ইনিংস খেলেন উসমান। ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন গ্রাহাম ক্লার্ক। ২৮ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। ১৫ বল খেলেন তিনি। রাজশাহীর হয়ে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।

২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে চিটাগং। ৫ নম্বরে আছে রাজশাহী। ৩ ম্যাচ খেলা দলটির সংগ্রহ ২ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগাং কিংস: ২১৯/৫ (২০ ওভার)

উসমান খান ১২৩, গ্রাহাম ক্লার্ক ৪০

রাজশাহী ১১৪/১০ (১৭.১ ওভার)

হারিস ৩২, আকবর আলি ১৮

ফল: চিটাগং ১০৫ রানে জয়ী।

Exit mobile version