Site icon দৈনিক টার্গেট

খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহত ১ আহত ১

খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে আলুটিলার ২০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আলুটিলা ২০ নম্বর এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মোঃ ফিরোজ নিহত হন, সে বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো: কামাল এর ছেলে। এ ঘটনায় আরোহী মোঃ রাকিব কাজী আহত হয়েছেন, তিনি গোপালগঞ্জ চকলপুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। আহতের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর আরও জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সকালো খাগড়াছড়ি আলুটিলা ২০ নম্বর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোঃ ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version