Site icon দৈনিক টার্গেট

রাজশাহীর প্রথম ঢাকাকে উড়িয়ে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী। আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এনামুল হক বিজয় অ্যান্ড কোং।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৭৪ রান তোলে ঢাকা। জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় পদ্মা পাড়ের দলটি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিজয় ও রায়ান বার্লের জোড়া ফিফটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। দলটির হয়ে ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ৯ চারের পাশাপাশি ৩ ছয় মারেন অধিনায়ক। ৫ চার ও ৩ ছয়ের মারে ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন বার্ল। ২০ বলে ২২ রান করেন ইয়াসির আলি। এছাড়া ৫ বল খেলা মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ১২ রান। ঢাকার হয়ে ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

এর আগে দলীয় প্রচেষ্টায় রাজশাহীর বিপক্ষে এই পুঁজি পায় ঢাকা। ৪১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন। স্টিফেন এস্কেনাজির ব্যাট থেকে আসে ৪৬ রান। ২৯ বল খেলেন তিনি। ১৩ বলে ২৪ রান করেন শুভম রঞ্জন। এছাড়া ৯ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। ঢাকার পতন হওয়া ৯ উইকেটের মধ্যে ৭টাই নেন তাসকিন আহমেদ। তাতেই বিপিএলের ১ ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন মোহর শেখ ও হাসান মুরাদ।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস: ১৭৪/৯ (২০ ওভার)

শাহাদাত হোসেন ৫০, স্টিফেন এস্কেনাজি ৪৬

দুর্বার রাজশাহী: ১৭৯/৩ (১৮.১ ওভার)

এনামুল হক বিজয় ৭৩*, রায়ান বার্ল ৫৫*

ফল: রাজশাহী ৭ উইকেটে জয়ী।

Exit mobile version