Site icon দৈনিক টার্গেট

অঙ্কনের বিস্ফোরক ব্যাটিং, খুলনা ২০৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তোলেছে খুলনা টাইগার্স। মাহিদুল ইসলাম অঙ্কন ও উইল বোসিস্তোর বিস্ফোরক ব্যাটিংয়ে এই পুঁজি পেয়েছে দেশের দক্ষিণ পশ্চিমের দলটি।

চতুর্থ উইকেটে নিরবচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন অঙ্কন ও বোসিস্তো। সর্বোচ্চ ৭৫ রান করেন পরেরজন। ৫০ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন তিনি। ২২ বলে ১ চার ও ৬ ছয়ের সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলেন অঙ্কন। ১৮ বলে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটা বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি।

এর আগে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন মোহাম্মদ নাইম ও বোসিস্তো। ১৭ বলে ২৬ রান করে নাইম ফিরে গেলে এই জুটি ভাঙে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়ার আগে একশ স্ট্রাইকরেটে ১৮ রান করেন দলপতি মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেন। এই দুজনের ব্যাট থেকে আসে ৬ ও ৮ রান।

চিটাগাংয়ের হয়ে বল হাতে সবচেয়ে বেশি খরুচে ছিলেন শরিফুল ইসলাম। ৪ ওভারে ৪৭ রান দেন এই বাঁহাতি পেসার। ৫৪ রান দেন খালেদ আহমেদ। ২ উইকেট নেন তিনি। খালেদের সমান ২ উইকেট নিলেও মাত্র ১৭ রান খরচ করেন আলিস ইসলাম।

Exit mobile version