Site icon দৈনিক টার্গেট

ঢাকার বিপক্ষে রংপুরের বড় পুঁজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান করেছেন রংপুর রাইডার্স।

দলীয় প্রচেষ্টায় স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় রংপুর। উত্তরাঞ্চলের ফ্রাঞ্চাইজিটির হয়ে ফিফটির দেখা পাননি কোনো ব্যাটার। সর্বোচ্চ ৪৯ রান করেন ইফতিখার আহমেদ। ৩৮ বল খেলেন তিনি। ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন খুশদিল শাহ। ৩৩ বলে ৪০ রান করেন সাইফ হাসান।

১১ বল খেলা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৫ রান। ঢাকার হয়ে উইকেট শিকারের দিক থেকে এগিয়ে ছিলেন আলাউদ্দিন বাবু। ৩ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। এজন্য ৪৩ রান খরচ করেন তিনি। সবচেয়ে বেশি ৪৮ রান খরচ করেন মোস্তাফিজুর রহমান। ১ উইকেট নেন কাটার মাস্টার। ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন মুগ্ধ।

Exit mobile version