কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অসংখ্য ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার দিবাগত রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভূইয়া আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, রাত ১২টায় হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করে। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দাউদকান্দি ও কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা এসে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, ৬টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। আমাদের কর্মীরা এখনো কাজ করছেন।
আগুন লাগার কারণ জানা যায়নি। সেখানে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান ছিল। আর্থিক ক্ষতির পরিমাণও অনেক। নিহত বা আহতের খবর পাইনি, জানান তিনি।