Site icon দৈনিক টার্গেট

বিএসএফ বন্ধ করার ২৪ ঘণ্টার মধ্যেই পুনঃ চালু হল সেচপাম্প

ফেনীর মুহুরী নদীর সেচস্কিমের পাম্প মেশিনটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিন বাধায় বন্ধ হওয়ার ২৪ ঘণ্টার ভেতরেই পুনঃচালু করেছে স্থানীয় কৃষকরা। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা দূর হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন দৈনিক টার্গেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের সিও পর্যায়ে কথা বলে সেচ পাম্পটি পুনঃ চালু করা হয়েছে।

স্থানীয়রা জানান, জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের কৃষকরা মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর ৩শ’ কানি জমিতে বোরো চাষাবাদ করে আসছিল।

বুধবার চলতি মৌসুমে বোরো চাষাবাদের জন্য মুহুরী নদীর পাড়ে সেচপাম্প বসাতে গেলে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানান তারা।

সেচপাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ (৪৮) জানান, সেচ পাম্পটি চালু করা হয়েছে।

গত ৪০ বছর ধরে এই সেচপাম্পের মাধ্যমে মুহুরী নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক শীত মৌসুমে বোরো চাষাবাদ করে আসছে। বিএসএফের বাধার কারণে এবার সেচস্কিম বৃহস্পতিবার পর্যন্ত চালু করতে পারছিলেন না তারা।

স্থানীয় কৃষক সামছুল আলম (৫৪) বলেন, প্রায় ৪০ বছর ধরে সেচস্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় প্রায় দুইশত কৃষক বিষয়টি নিয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। পুনঃ চালু হওয়ায় এখন তা দূর হয়েছে।

Exit mobile version