Site icon দৈনিক টার্গেট

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রবাসী আলমগীর ও পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতে এদিন রাতে সশস্ত্র ডাকাতরা দরজা ভেঙে ঢুকে পড়ে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির শিশুসহ সবাইকে জিম্মি করে। ডাকাতরা নগদ টাকাসহ মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।

জানা গেছে, এদিন রাত দেড়টায় ১৫-২০ জন মুখোশধারী ডাকাত প্রথমে প্রবাসী আলমগীরের ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে।

পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও ৩টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

এরপর রাত ২টায় একই গ্রামের পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতে হানা দেয় ডাকাতরা। এ সময় এক শিশুসহ সবাইকে জিম্মি করে ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয় তারা।

সাইফুল জানান, বাসায় গরু বিক্রির টাকা ছিল। আমার স্ত্রীর জমানো টাকাও ছিল। সবই নিয়ে গেছে ডাকাতরা।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version