কুমির ধরা পড়েছে এতেই হৈচৈ কুষ্টিয়ায়। আর এই কুমির দেখতেই পদ্মা নদী পাড়ে উৎসুক জনতার ভিড়। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন এলাকার জেলে শরিফুল ইসলামের জালে আটকা পড়েছে কুমিরটি।
জেলে শরিফুল ইসলাম ও তার সহযোগীরা জানান, সকালে মাছ ধরার জন্য পদ্মা নদীতেই জাল ফেলেন তারা। জাল তোলার সময় জালটি খুবই ভারি লাগছিলো। প্রথমে বড় কোনো মাছ আটকা পড়েছে ভাবলেও জাল কাছে আসার পর দেখতে পান জালে একটি কুমির আটকা পড়েছে। কুমির দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও পরে কৌশলে জাল টেনে নদীর পাড়ে এসে স্থানীয় লোকজনকে খবর দেয়। এরপরই সেখানে জড়ো হন উৎসুক জনগন। জনগণের সহায়তায় কুমিরটিকে ধরে বেঁধে ফেলি। পরে বন বিভাগ কুমিরটি নিয়ে গেছেন।
![](https://www.dainiktarget.com/wp-content/uploads/2024/12/Crocodile-trapped-in-Padma-River.jpg)
এদিকে ১০ফুট দৈর্ঘ্যে ৩ ফুট চওড়া কুমিরটি নদীতে আসার ঘটনা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। এঘটনায় সরকারিভাবে নদীর তীরবর্তী এলাকায় সচেতনতা প্রচারণা চালাতেও দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানিয়েছেন, কুমিরটি ১০ ফুট দৈর্ঘ্যের বেশি। জেলের জালে ধরা পড়ার বিষয়টি স্থানীয়রা খবর দেয়। সেখানে গিয়ে আমরা কুমিরটি উদ্ধার করে নিয়ে আসছি। এটি পদ্মা নদীর গভীর জলে ছেড়ে দেয়া হবে।