Site icon দৈনিক টার্গেট

রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়ল ৩০০ ঘর

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে ৩০০টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়ার ১নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। ১ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাতাসের কারণে চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত কামাল উদ্দিন বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ শুনি মানুষের চিৎকার। পরে দেখি আগুন।

তিনি বলেন, পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা আতঙ্কে ছোটাছুটি করেন। একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই ৩ শতাধিক ঘর পুড়ে গেছে।

Exit mobile version