Site icon দৈনিক টার্গেট

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় নিহত ২ আহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোল্লারচর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন সোনারগাঁও আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম (২৬) ও একই এলাকার উজ্জ্বল মিয়া (৪০)। উজ্জলের পিতার নাম জানা যায়নি। আহত হয়েছেন একই এলাকার মিঠু মিয়া।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত মিঠু মিয়া জানান, মঙ্গলবার সকালে মোটর সাইকেল যোগে সোহান ও উজ্জলকে নিয়ে সোনারগাঁও আমগাঁও এলাকা থেকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুর ১২টার দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন ধাক্কা দিলে মোটরসাইকেলটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহান মারা যান। তার মাথা থেকে মগজ বের হয়ে যায়। অপর মোটর সাইকেল আরোহী উজ্জ্বল ও মিঠুকে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করে। আর মোটরসাইকেল আরোহী মিঠুকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন ঘাতক নসিমনকে আটক করলেও চালক পালিয়ে যায়।

Exit mobile version