আন্ত উপজেলার ট্যালেন্টপুল বৃত্তি পেলেন মোহাম্মদ ইব্রাহিম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১০৯ বার পঠিত হয়েছে

মোহাম্মদ ইব্রাহিম

টেকনাফ উপজেলার স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২৪তম আন্ত:উপজেলা কর্তৃক আয়োজিত বৃত্তিয় ৫ম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তি পেলেন হ্নীলা ইউনিয়নের আলি খালির ব্যবসায়ী সালাহ আহমদের বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম।

গত ২০ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২৪তম আন্ত:উপজেলা বৃত্তি পরীক্ষা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের হলরোমে পরীক্ষা শুরু হয়। উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনকৃত ১৪৪জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২১জন ছাত্র-ছাত্রী, ৩০টি ইবতেদায়ী মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ১৮৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৭০জন ছাত্র-ছাত্রী, ১১টি হাইস্কুলের রেজিষ্ট্রেশনকৃত ৬২জনের মধ্যে ৪৯জন এবং ৯টি মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ৬৬জনের মধ্যে ৬১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা এসএম সাইফুল্লাহ, সদস্য সচিব হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং সার্বিক নিরাপত্তা ও শৃংখলার দায়িত্বে ছিলেন গুহাফার সদস্য মাহবুব মোরশেদের নেতৃত্বে বিশেষ স্কাউট দল।

পরীক্ষা শৃঙ্খলা অনুযায়ী নিয়ম মেনে নেওয়া হয় এবং প্রকাশিত রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ৫ম শ্রেণিতে উপজেলায় ৩জনকে তাদের রেজাল্ট এর উপরে ট্যালেন্টপুল নির্বাচন করা হয়।

রেজাল্ট বিবরণ

১. হুমাইরা সিদ্দিকা মায়িশা- প্রি- ক্যাডেট স্কুল- রোল: ১১৯ – কোড: ৭১৯ প্রাপ্ত নাম্বার:৯৬.৫।

২. মোহাম্মদ ইব্রাহিম- প্রি- ক্যাডেট স্কুল- রোল: ২১৪ – কোড: ৬১৯ প্রাপ্ত নাম্বার :৯৪.৫।

৩. তাকিয়া খানম- হ্নীলা আলফালাহ একাডেমি – রোল:২০১ – কোড:৬৯৯ প্রাপ্ত নাম্বার :৯২.৫।

শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে বিক্ষিপ্ত ছাত্র-জনতার তোপে নিরাপত্তায় বঙ্গভবন

আন্ত উপজেলার ট্যালেন্টপুল বৃত্তি পেলেন মোহাম্মদ ইব্রাহিম

প্রকাশ: ০২:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

টেকনাফ উপজেলার স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২৪তম আন্ত:উপজেলা কর্তৃক আয়োজিত বৃত্তিয় ৫ম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তি পেলেন হ্নীলা ইউনিয়নের আলি খালির ব্যবসায়ী সালাহ আহমদের বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম।

গত ২০ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২৪তম আন্ত:উপজেলা বৃত্তি পরীক্ষা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের হলরোমে পরীক্ষা শুরু হয়। উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনকৃত ১৪৪জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২১জন ছাত্র-ছাত্রী, ৩০টি ইবতেদায়ী মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ১৮৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৭০জন ছাত্র-ছাত্রী, ১১টি হাইস্কুলের রেজিষ্ট্রেশনকৃত ৬২জনের মধ্যে ৪৯জন এবং ৯টি মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ৬৬জনের মধ্যে ৬১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা এসএম সাইফুল্লাহ, সদস্য সচিব হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং সার্বিক নিরাপত্তা ও শৃংখলার দায়িত্বে ছিলেন গুহাফার সদস্য মাহবুব মোরশেদের নেতৃত্বে বিশেষ স্কাউট দল।

পরীক্ষা শৃঙ্খলা অনুযায়ী নিয়ম মেনে নেওয়া হয় এবং প্রকাশিত রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ৫ম শ্রেণিতে উপজেলায় ৩জনকে তাদের রেজাল্ট এর উপরে ট্যালেন্টপুল নির্বাচন করা হয়।

রেজাল্ট বিবরণ

১. হুমাইরা সিদ্দিকা মায়িশা- প্রি- ক্যাডেট স্কুল- রোল: ১১৯ – কোড: ৭১৯ প্রাপ্ত নাম্বার:৯৬.৫।

২. মোহাম্মদ ইব্রাহিম- প্রি- ক্যাডেট স্কুল- রোল: ২১৪ – কোড: ৬১৯ প্রাপ্ত নাম্বার :৯৪.৫।

৩. তাকিয়া খানম- হ্নীলা আলফালাহ একাডেমি – রোল:২০১ – কোড:৬৯৯ প্রাপ্ত নাম্বার :৯২.৫।