Site icon দৈনিক টার্গেট

গুগলে এ বছরজুড়ে যে নামগুলো খোঁজা হয়েছে

গুগল

প্রতি বছরের মতোই এবারো বছরের ট্রেন্ডিং সকল অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশিত করেছেন এ সার্চ জায়ান্ট। গুগলের সার্চে যে কোনো কিছু জানতেই সার্চ করছেন প্রতিনিয়ত। এ যেমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বা আইফোনের সর্বশেষ সংস্করণের সবকিছুই থাকে এ তালিকায়। বছরজুড়ে নানা বিষয়ের পাশাপাশি বিখ্যাত মানুষ বা বিখ্যাত হয়ে ওঠা মানুষগুলোকেও সার্চ করেন সবাই।

এ বছর সারা বিশ্বের মানুষ মার্কিনীদের নির্বাচন, সর্বশেষ আইফোন রিলিজের তথ্য, ব্লকবাস্টারের বিভিন্ন মুভি রিলিজ, টিকটক ট্রেন্ড ও স্টাইল সম্পর্কিত তথ্য জানতে সবচেয়ে বেশি অনুসন্ধান চালিয়েছেন গুগলে।

বিশ্বব্যাপী বছরের সার্চ ট্রেন্ডিং তালিকার শীর্ষে ছিল ক্রীড়া ইভেন্টের বিভিন্ন ঘটনা, যেখানেই প্রথম স্থানে রয়েছে, কোপা আমেরিকা, তারপরে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ।

এ বছর মারা গেছেন ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন। তিনি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নতুন আইফোন ১৬ সম্পর্কে নানা তথ্য সার্চ তালিকার পঞ্চমী স্থানে রয়েছে।

প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক গেমস ও প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন সম্পর্কে তথ্যও ছিল বিশ্বজুড়ে গুগলে শীর্ষ অনুসন্ধানের মধ্যে।

এ বছর গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা শব্দগুলোর মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ, নিউইয়র্ক টাইমসের গেম কানেকশনস ও নিউইয়র্কের বাস্কেটবল দল ‘নিউইয়র্ক ইয়াঙ্কিস’।

এ বছর খেলাধুলায় লিঙ্গ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আলজেরিয়ার অলিম্পিক বক্সার ইমানে খেলিফ গুগলে সার্চ করা ব্যক্তিত্বের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। এ তালিকায় শীর্ষে আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তালিকায় ধারাবাহিকভাবে আছেন প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন, কমলা হ্যারিস, ইমানে খেলিফ ও জো বাইডেন।

সার্চ

সংবাদ

মারা গেছেন যারা

ব্যক্তিত

Exit mobile version