Site icon দৈনিক টার্গেট

প্রেক্ষাগৃহে আসছে ‘রং ঢং’

রং ঢং সিনেমার দৃশ্য

আহসান সারোয়ার পরিচালিত ‘রং ঢং’ সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। অনেক আগেই তিনি-এর নির্মাণ কাজ শেষ করেন। এরপরে এটি তৎকালীন সেন্সর বোর্ডের ছাড়পত্রও পায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছেন সিনেমাটি।

আহসান জুবায়ের জানান, আসছে ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবেন ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।

‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মণ্ডল প্রমুখ।

ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, এবং আদি।

Exit mobile version