Site icon দৈনিক টার্গেট

উত্তরা পুর্ব থানায় বিপুল পরিমাণ বিদেশী মদ মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ আটক ১

ঢাকার অন্তর্ভুক্ত উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা, দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছেন ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব (বয়স ৪০)

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকাল দশটা থেকে রাত বারো টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন পুলিশ।

গ্রেফতারকৃত, উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে জানা যায় শোয়েবের বিরুদ্ধে।

উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬নং সেক্টরের ঈশাখাঁ এভিনিউর একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে ২৮ লিটার ৩৮০ মি: লি বিদেশী মদ, পাথরসহ ১৩৬৭ গ্রাম স্বর্ণ, দেশীয় ও বৈদেশিক মুদ্রা অস্ত্র ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ শোয়েব নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Exit mobile version