এমবিবিএসে বেসরকারি মেডিকেলে ভর্তির পুনঃ আবেদন শুরু মঙ্গলবার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১০২ বার পঠিত হয়েছে

আসন ফাঁকা থাকায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পুনরায় আবেদন শুরু হবে মঙ্গলবার (২১ মে)। চলবে ৮ জুন পর্যন্ত।

সোমবার (২০ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মোঃ মহিউদ্দিন মাতুব্বরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহের সংশ্লিষ্ট শূন্য আসনে স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ মে শুরু হওয়া আবেদন চলবে ৮ জুন রাত ১২টা পর্যন্ত। ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

এ ছাড়া ১৩ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। পরে ২৭ জুন ভর্তি শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা। অতিরিক্ত আরও ১০০ টাকা দিতে হবে নিশ্চায়নের জন্য।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবারও শুরু হয়েছে কালুরঘাট সেতুর টোল আদায়, মোটরসাইকেল চালকদের ক্ষোভ

এমবিবিএসে বেসরকারি মেডিকেলে ভর্তির পুনঃ আবেদন শুরু মঙ্গলবার

প্রকাশ: ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

আসন ফাঁকা থাকায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পুনরায় আবেদন শুরু হবে মঙ্গলবার (২১ মে)। চলবে ৮ জুন পর্যন্ত।

সোমবার (২০ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মোঃ মহিউদ্দিন মাতুব্বরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহের সংশ্লিষ্ট শূন্য আসনে স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ মে শুরু হওয়া আবেদন চলবে ৮ জুন রাত ১২টা পর্যন্ত। ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

এ ছাড়া ১৩ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। পরে ২৭ জুন ভর্তি শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা। অতিরিক্ত আরও ১০০ টাকা দিতে হবে নিশ্চায়নের জন্য।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।